ঈদগা বাজারে মা এন্টারপ্রাইজে দুর্ধর্ষ চুরি

- আপডেট সময় : ১২:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ঈদগা বাজারে মা এন্টারপ্রাইজ দুর্ধর্ষ চুরি হয়েছে।
জানা যায় ২৫/৮/২৫ ইং সোমবার রাত্রে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ শরিফুল ইসলাম পলাশ বলেন সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী ১.২০ মিনিটের দিকে আমার বাণিজ্যিক স্যার ও কীটনাশক দোকানের তালা ভেঙে মালামাল, ল্যাপটপ ও নগদ টাকা সহ প্রায় ১,৫০,০০০/হাজার টাকার মতো চুরি হয়েছে। আশেপাশের দোকানদার ও এলাকাবাসী জানায় আমাদের ঈদগা বাজারে কয়েক মাস আগে একটা দোকানের তালা ভেঙ্গে চুরি হয়েছিল। কয়েক মাস যেতে না যেতেই আবার আরেকটা চুরি হলো এলাকাবাসীর দাবি বাজারের নাইট গাড থাকা সত্ত্বেও কিভাবে চুরি হয় পর পর দুইটি দোকানে। দ্রুত চোর চক্রদের শনাক্ত করে আইনের আওতায় এনে সাজা দেওয়ার জন্য প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উক্ত ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন বলেন মা এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা মালামাল ল্যাপটপ চুরি হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সখীপুর ইউনিয়ন সেক্রেটারি মফিজুল ইসলাম গাজী বলেন ঘটনাস্থলে এসে দেখি দোকানের শাটার ভেঙে চুরি হয়েছে । ঈদগা বাজার কমিটি অর্থ সম্পাদক দাউত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি চুরি হয়েছে নাইট গার্ডদের কে নিয়ে সন্ধ্যার পরে আলোচনায় বসবো। উপস্থিত ছিলেন গ্রাম্য পুলিশ মাসুম বিল্লাহ , এলাকার জনগণ, পাশের দোকানদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের একই দাবি চোরদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি, প্রশাসনের কাছে আসু হস্তক্ষে কামনা করেন। দোকান স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পলাশ বলেন দেবহাটা থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়ায় চলছে।