ইলসিভিয়ার থেকে ই-বুক ব্যবহারের সুবিধা পাচ্ছে বাকৃবির শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ইলসিভিয়ার (Elsevier’s) এর ই-বুক ব্যবহারের সুবিধা পাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের( বাকৃবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(১৬ই মে ) সকাল ১১ টায় বাকৃবির উপাচার্য এর সম্মেলন কক্ষে বাকৃবির লাইব্রেরি শাখার আয়োজনে ইলসিভিয়ার (Elsevier’s) এর ই-বুক অ্যাক্সেস এবং ডাউনলোডের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো- অর্ডিনেটর প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে এবং বাকৃবির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোঃ খাইরুল আলম নান্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী।
ইলসিভিয়ার (Elsevier’s) এর ই-বুক অ্যাক্সেসের মাধ্যমে বাকৃবির শিক্ষার্থীরা কৃষি, জীববিজ্ঞান ও খাদ্য বিজ্ঞানের অন্তর্ভুক্ত প্রায় ৪১০০ টি বই বিনা খরচে অনলাইনে পড়তে পারবে এবং ডাউনলোড করার সুযোগ ও পাবে। এই অ্যাক্সেসের মেয়াদকাল হবে ১ বছর।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোঃ খাইরুল আলম নান্নু বলেন, ইলসিভিয়ার (Elsevier’s) এর ই-বুক অ্যাক্সেসের সুবিধাটি শিক্ষকরা আজ থেকেই নিজেদের কম্পিউটারে ব্যবহার করতে পারবে এবং শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে লাইব্রেরিতে অবস্থিত দুইটি ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবে।
এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: গোলাম রাব্বানী, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ হারুন-অর-রশিদসহ এবং বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।