ইফতার শেষে পরিচ্ছন্নতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাকৃবি ছাত্রদল

- আপডেট সময় : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:-প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অসহায়-দুস্থদের নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতার শেষে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে মাঠ, ইফতার সামগ্রী পরিষ্কার করে পরিছন্নতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৫ মার্চ) সমাবর্তন চত্বরে আয়োজিত ওই ইফতার মাহফিল শেষে ছাত্রদলের প্রায় সব নেতাকর্মী অংশ নেন এই পরিচ্ছন্নতা অভিযানে।
সরেজমিনে দেখা যায়, কেউ ফেলে দেওয়া বোতল কুড়িয়ে নিয়ে, কেউবা প্যাকেট কিংবা কেউ ঝুড়ি ও ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর।
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “ছাত্রদল সবসময়ই মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে। ইফতারের আয়োজন যেমন আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, তেমনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক কর্তব্য। ছাত্রদলের কর্মীরা সবসময় দেশপ্রেম, শৃঙ্খলা এবং মানবিকতার আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ছাত্রদল এমন সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রেখে যাবে।”
ভবিষ্যতে ছাত্রকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষায় ছাত্রদলের এমন কার্যক্রম আরও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।