ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে : প্রধান উপদেষ্টা সূফীকথা’র ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষার্থে গণ শুনানি শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ব্যবসায়ীসহ ৩ জন আটক বরিশালের গৌরনদীতে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ দুমকি প্রেসক্লাব পরিবর্তনের অঙ্গীকারে-নতুন কমিটি গঠন দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ দিনের ছুটি যশোরে জাল ওয়ারিশ সনদ প্রদান, ইউপি প্রশাসকের বিরুদ্ধে মামলা

আসামি ছাড়াতে জীবননগর থানা ঘেরাও, প্রতিপক্ষের ২ জনকে গ্রেফতারে গ্রামবাসীর থানা ঘেরাও

মোনাইম হোসেন
  • আপডেট সময় : ০৫:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতারের প্রতিবাদে শত শত নারী-পুরুষ ও বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে। এমতবস্থায় বিপাকে পড়ে পুলিশ। পরে পুলিশ আরেক মামলায় অপরপক্ষের দু’জনকে গ্রেফতার করলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।

শনিবার (৫)এপ্রিল রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের মামলায় গ্রেফতার চার জনকে রোবার (৬) এপ্রিল আদালতে সোপর্দ করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন সাবেক ইউপি সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন এবং বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে প্রতিপক্ষের শাহজান আলীরাও আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। থানা পুলিশ আদালতের আদেশে মামলা রুজু করে। এর পর স্বপন হোসেন ও নাসির নামে দু’জনকে এদিন বিকেলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের শত শত নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা থানা চত্বরে জড়ো হয় এবং ঘেরাও করে রাখে।

তারা দাবি জানায়, স্বপন ও নাসির নিরাপরাধ মানুষ। তাদের গ্রেফতার করা অন্যায় হয়েছে। কিন্তু পুলিশের দাবি, তারা আদালতের আদেশে আসামিদের গ্রেফতার করেছে। ফলে থানা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে।

এক পর্যায়ে পপুলিশ ঈদগাহ কমিটির দায়ের করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দু’জন গ্রেফতার করে রাত ১০ টার দিকে থানা নিয়ে আসে। পরে রাত ১১ টার দিকে গ্রামবাসী পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করে গ্রামে ফিরে যায়।

মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণ কাজে বাধা দেয় ও লোকজনকে মারপিট করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে থানায় দু’টি মামলা হয়েছে। উভয়পক্ষের মামলায় দু’জন করে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। নিয়ম অনুযায়ী আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত বলে তিনি জানান ওসি শহিদুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

আসামি ছাড়াতে জীবননগর থানা ঘেরাও, প্রতিপক্ষের ২ জনকে গ্রেফতারে গ্রামবাসীর থানা ঘেরাও

আপডেট সময় : ০৫:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫


চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতারের প্রতিবাদে শত শত নারী-পুরুষ ও বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে। এমতবস্থায় বিপাকে পড়ে পুলিশ। পরে পুলিশ আরেক মামলায় অপরপক্ষের দু’জনকে গ্রেফতার করলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।

শনিবার (৫)এপ্রিল রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের মামলায় গ্রেফতার চার জনকে রোবার (৬) এপ্রিল আদালতে সোপর্দ করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন সাবেক ইউপি সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন এবং বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে প্রতিপক্ষের শাহজান আলীরাও আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। থানা পুলিশ আদালতের আদেশে মামলা রুজু করে। এর পর স্বপন হোসেন ও নাসির নামে দু’জনকে এদিন বিকেলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের শত শত নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা থানা চত্বরে জড়ো হয় এবং ঘেরাও করে রাখে।

তারা দাবি জানায়, স্বপন ও নাসির নিরাপরাধ মানুষ। তাদের গ্রেফতার করা অন্যায় হয়েছে। কিন্তু পুলিশের দাবি, তারা আদালতের আদেশে আসামিদের গ্রেফতার করেছে। ফলে থানা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে।

এক পর্যায়ে পপুলিশ ঈদগাহ কমিটির দায়ের করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দু’জন গ্রেফতার করে রাত ১০ টার দিকে থানা নিয়ে আসে। পরে রাত ১১ টার দিকে গ্রামবাসী পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করে গ্রামে ফিরে যায়।

মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণ কাজে বাধা দেয় ও লোকজনকে মারপিট করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে থানায় দু’টি মামলা হয়েছে। উভয়পক্ষের মামলায় দু’জন করে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। নিয়ম অনুযায়ী আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত বলে তিনি জানান ওসি শহিদুর।