আমরা পিছনে এক সামনে আরেক এমন কথা বলিনা – শিশির মোহাম্মদ মনির

- আপডেট সময় : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,দিরাই,শাল্লা প্রতিনিধিঃ-আমরা পিছনে এক সামনে আরেক এমন কথা বলিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশ জামায়েতে ইসলামী শাল্লা উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন।তিনি আরো বলেন,
মানুষকে তার যথাযোগ্য সম্মান দিতে জানি।ব্যক্তি বিশেষ রাজনৈতিক পরিচয়ের বাহিরেও একের সাথে অন্যের সাথে ভালবাসা বন্ধুত্বও পারিবারিক সম্পর্ক আছে।রাজনৈতিক সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হলো আমরা সবাই মানুষ।আমরা চাই মানুষ বড় হোক।একের সাথে অন্যের সম্পর্ক বৃদ্ধি হোক।ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।আমাদের গাড়ি আছে, বড় বাড়ি আছে,ভালো খাই,ভালো পোশাক পড়ি।
তিনি আরো বলেন,কারো টাকা মেরে দেয়া যদি রাজনীতি হয়,সরকারি টাকা খাওয়া যদি রাজনীতি হয়,ঘুষ দুর্নীতি করা যদি রাজনীতি হয়,মানুষের সাথে অন্যায় করা যদি রাজনীতি হয়,মানুষের চাকরি কেড়ে নেয়া যদি রাজনীতি হয়,আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করিনা। আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হলো মানুষ।কারণ আমরা মানুষকে ভালোবাসি।একমাত্র মানুষের ভালোবাসায় আমাকে আপনাকে অনেক শক্তিশালী করে তুলতে পারে।সেজন্য চাই মানুষের পিওর ভালবাসা।যার জন্যই বারবার আপনাদের কাছে ফিরে আসা।
আমরা কাজ করতে এসেছি।ভালো কাজ করতে গিয়ে কখনো কখনো খারাপ কিছুও হতে পারে। যদি এমন হয় আমাকে আপনাদের সন্তান হিসাবে মাফ করে দিবেন।আমি আমার ভুল স্বীকার করতে কোন দ্বিধাবোধ করি না।আমাদের কোন কথা ও কাজে ভুল পেলে সাথে সাথে আমাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন।আমাদের আদর্শের কেউ যদি অন্যায় অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন।আমরা নিজেরা তাদের যথাযথ আইনি পদক্ষেপ নিব।
বৃহস্পতিবার (২০ মার্চ) শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজ নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল খায়ের মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড.নুরুল আলম,শাল্লা কলেজের সাবেক সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস,শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল,শাল্লা থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম,শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী,দামপুর মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান,সাংবাদিক বকুল আহমেদ তালুকদার প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।