আবুরখীল শান্তিময় বিহারে বর্ষাচীবর দান ও ধর্মালোচনা

- আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,রাউজান (চট্টগ্রাম) :
রাউজান উপজেলার পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের দায়ক / দায়িকা এবং বিহার পরিচালনা কমিটির আয়োজনে মহাউপাসিকা বিশাখা প্রবর্তিত বর্ষাষাটিকা চীবর দান, বৈকালিক সংঘদান ও ধর্মদেশনা সম্পন্ন হয়েছে ।
কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার সম্পাদক জঙ্গল সলিমপূর আন্তর্জাতিক মেডিটেশন সেন্টার ও বৌদ্ধ বিহারের প্রতিষ্টাতা পরিচালক এস, শাসন বংশ থের ।
১ আগষ্ট শুক্রবার বিকালে আবুরখীল বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ থের এর সভাপতিত্বে ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন আধারমানিক শ্রদ্ধানন্দ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত করুনা প্রিয় থের ।
এই পুন্যময় অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।
স্বাগত বক্তব্য প্রদান করেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া,ধর্মীয় সম্পাদক শিক্ষক সুশীল বড়ুয়া ।
পঞ্চশীল প্রার্থনা করেন কমিটির অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল ।
এতে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া, বিভুতি বড়ুয়া, মিহির বড়ুয়া, অবসর প্রাপ্ত সেনা সদস্য কুনাল বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, হিমেল বড়ুয়া, তুহিন বড়ুয়া,দিনেশ বড়ুয়া প্রমুখ ।