ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ৩নং হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান গ্রেফতার সমাদর ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জীবননগরে জমি নিয়ে সাংসারিক দ্বন্দ্ব; স্বামীর হাসুয়ার কোপে জখম স্ত্রীকে শঙ্কাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় থানা ঘেরাও জীবননগর আসামিবিহীন ঔষধ উদ্ধার করেছে বিজিবি তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত কালিগঞ্জে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে রূপান্তরের গনশুনানি অনুষ্ঠিত বরিশালের গৌরনদী উপজেলায় মহানবীকে নিয়ে কটূক্তিকারি মিলন খান কে গ্রেপ্তার করা হয়েছে

আনুলিয়ায় বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, এক হাজারের বেশি মানুষের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার:-
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৩ এপ্রিল) দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন।

মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “দুর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিংবাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে মেডিকেল ক্যাম্প হবে। সেই অনুযায়ী আজ আমরা চিকিৎসা সেবা নিয়ে এসেছি। যারা আসবেন, সবাইকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আজ আমরা এখানে প্রায় এক হাজার রোগী দেখব। তাদের জন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। শুধু এখানেই নয়, দেশের যেকোনো অঞ্চলে যেখানেই মানুষ অসহায়—সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদের আত্মীয়। তাদের সহযোগিতায় কাজ করতে পারলে বাংলাদেশ সেনাবাহিনী গর্ববোধ করে। যেকোনো সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব—এটাই আমাদের অঙ্গীকার। যদি প্রয়োজন হয়, এখানে আরও মেডিকেল ক্যাম্প করা হবে।”

চিকিৎসা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন নারী, পুরুষ ও শিশু। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের নির্মিত বেঁড়িবাঁধ খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

আনুলিয়ায় বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, এক হাজারের বেশি মানুষের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট সময় : ০৬:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার:-
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৩ এপ্রিল) দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন।

মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “দুর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিংবাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে মেডিকেল ক্যাম্প হবে। সেই অনুযায়ী আজ আমরা চিকিৎসা সেবা নিয়ে এসেছি। যারা আসবেন, সবাইকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আজ আমরা এখানে প্রায় এক হাজার রোগী দেখব। তাদের জন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। শুধু এখানেই নয়, দেশের যেকোনো অঞ্চলে যেখানেই মানুষ অসহায়—সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদের আত্মীয়। তাদের সহযোগিতায় কাজ করতে পারলে বাংলাদেশ সেনাবাহিনী গর্ববোধ করে। যেকোনো সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব—এটাই আমাদের অঙ্গীকার। যদি প্রয়োজন হয়, এখানে আরও মেডিকেল ক্যাম্প করা হবে।”

চিকিৎসা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন নারী, পুরুষ ও শিশু। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের নির্মিত বেঁড়িবাঁধ খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।