আদনান সাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

- আপডেট সময় : ০৭:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাতিহাটি গ্রামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আদনান সাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন অসহায় মানুষদের পাশে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই পরিচালনার ধারাবাহিকতায় এ বছরও উক্ত প্রতিষ্ঠানটির উদ্যোগে এলাকার প্রায় তিনশত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহজাহান সাজু (অবসরপ্রাপ্ত বিসিআইসি কর্মকর্তা) আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকুল পারভেজ, পল্লী উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নান্টু, সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন, ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আদনান সাহেদ- তন্ময় স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি শাহজাহান সাজু জানান আমি যতদিন বেঁচে আছি আমার প্রতিষ্ঠান এলাকার সর্বস্তরের অসহায় অভাবী এবং সুবিধা বঞ্চিত শিশু দের মধ্যে সার্বিক সহযোগিতা করে যাব। পাশাপাশি আশা করি এই ফাউন্ডেশনের উদ্যোগে নিজ এলাকা থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রাম ইউনিয়ন এবং উপজেলায় পর্যায়ে বিভিন্ন অসহায় মানুষের পাশে কাজ করে যাব সেই সাথে সরকারের সার্বিক সহযোগিতা এবং সুদৃষ্টি কামনা করলে অদূর ভবিষ্যতে উক্ত প্রতিষ্ঠানটি গণমানুষের কল্যাণে নিবেদিত থাকবে। এছাড়াও বিভিন্ন সময়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আদনান সাহেদ- তন্ময় স্মৃতি ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাচ্ছে এবং তিনি আরো প্রত্যাশা করেন আগামীতে বৃহৎ পরিসরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।