আগৈলঝাড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন

- আপডেট সময় : ০৯:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস ওমুক্তিযুদ্ধের চেতনায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের আয়োজনে আগৈলঝাড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে উপজেলা চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারী কর্মকর্তাগন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল সাড়ে আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন এর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন। অনুরুপভাবে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন।সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারিহা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ ও মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর এর সভাপতিত্বে স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্তাগন, বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।