আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ঔষধ সেবন করিয়ে শ্যালিকে ধর্ষনের চেষ্টা

- আপডেট সময় : ১১:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়ায় বাগধা গ্রামে এ ঘটনা ঘটে
শ্যালিকে ধর্ষনের জন্য কৌশলে স্ত্রীকে খাওয়ানো হয় পাঁচটি ঘুমের ঔষধ। রাতে ঘুমের ঘোরে ১৭ বছর বয়সের শ্যালিকার মুখ চেঁপে ধর্ষনের চেষ্টা চালায় লম্পট বোন জামাতা। এ ঘটনায় (১৫জুন) রবিবার দুপুরে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাতে ভুক্তভোগী শ্যালিকার চিৎকারের
শব্দ পেয়ে পরিবারের লোকজন এগিয়ে আসলে
পালিয়ে যায় লম্পট রিপন হাওলাদার (২৫)।অভিযুক্ত রিপন হাওলাদার উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে। অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক। তিনি বলেন, ভুক্তভোগির মা বাদী হয়ে এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত আড়াই মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের ফায়েক খানের বড় মেয়ের সাথে রিপনের বিয়ে হয়। গত ১০ জুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে রিপন। ওইদিন রাতে রিপন তার শ্যালিকাকে ধর্ষনের জন্য কৌশলে স্ত্রী সোনিয়া বেগমকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরবর্তীতে ওই দিন রাতে সুযোগ বুঝে ঘুমের ঘোরে শ্যালিকার (১৭) মুখ চেঁপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগীর চিৎকারের শব্দ পেয়ে পরিবারের লোকজন ছুটে আসলে রিপন পালিয়ে যায়। অভিযোগে আরও জানা গেছে, ঘটনার পরেরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে এসে বিষয়টি মীমাংসা’র চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।প্রভাবশালীদের হুমকির মুখে এতোদিন মামলা দায়ের করতে পারেনি ভুক্তভোগীর পরিবার। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে অভিযুক্ত রিপন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।