আগৈলঝাড়ায় সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ সভা

- আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা আগৈলঝাড়া প্রতিনিধি:-
আগৈলঝাড়ায় সর্বজনীন পেনশন স্কিম সস্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা অনুসারে পেনশন স্কিমের আওতায় আনার লক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, শিক্ষক জহিরুল হক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু প্রমুখ।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, বর্তমানে দেশে শুধু সরকারী চাকুরীজীবিরাই পেনশনের আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করছেন। এজন্য ৪টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে।