আগৈলঝাড়ায় ছিনতাই মামলায় যুবলীগ নেতা জাকির হোসেন গ্রেফতার

- আপডেট সময় : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদল নেতার মোটরসাইকেল ভাংচুর ও ছিনতাই মামলায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাকির হোসেন বাকাল গ্রামের মো. জোনাবালীর ছেলে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে গৈলা বাজারে বসে প্রকাশ্যে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে গুরুতর আহত করে তার মোটরসাইকেল ভাংচুর করে ছিনিয়ে নেয়া হয়। ওই ঘটনায় ছাত্রদল নেতা রাতুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় ২০২৫ সালের ১২ জানুয়ারি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই জাকির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলো। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে বাকাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।