আগৈলঝাড়ায় চাচাকে কুপিয়েছে আহত করলো মাদকাসক্ত ভাতিজা

- আপডেট সময় : ০৭:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

মো:আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সালাম গোমস্তার চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকাসক্ত ভাতিজা।স্থানীয় সূত্রে জানা যায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ৫৫ বছরের চাচাকে কুপিয়েছে ভাতিজা।পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।সালাম গোমস্তার সাথে বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে ভাই শামীম গোমস্তার। এই বিরোধের জের ধরে রোববার রাতে চাচা সালাম গোমস্তাকে বাড়িতে একা পেয়ে শামীম গোমস্তার মাদকাসক্ত ছেলে ভাতিজা রায়হান গোমস্তা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এঘটনায় সালাম গোমস্তার ছেলে শহীদুল গোমস্তা বাদী হয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনকরল করা হয়েছে।