আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ১৩৯টি আশ্রয় কেন্দ্র

- আপডেট সময় : ১০:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

মো:আশরাফ বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে ১২টি স্থায়ী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রসহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯৭টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৪২টিসহ মোট ১৩৯টি আশ্রয় কেন্দ্র।আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়েছে।ঘুর্নিঝড় “দানা” মোকাবেলায় আগৈলঝাড়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রস্তুতি সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায়১৩৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়। সভায় পর্যাপ্ত মেডিকেল টিম, উদ্ধার কর্মী ও দুর্যোগের সংকেত প্রচারণায় প্রস্তুতি রাখা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে দুর্যোগ প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. শোশারফ হোসেন। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যানগন উপস্থিত থেকে নিজ দপ্তরের প্রস্তুতির তথ্য সভায় তুলে ধরেন।পরে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।