আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মো: আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:
বরিশালের আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগৈলঝাড়া থানা মসজিদের ইমাম ও খতিব দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মাহফিল শেষে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহামুদ বলেন,
আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের প্রতিটি রিপোর্টার সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, আবুল হোসেন মোল্লা ও খন্দকার মোহাম্মদ আলী; উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন হাওলাদার; গৈলা ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ডের সভাপতি মো. এমদাদ হাওলাদার; আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন; বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ; উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার; উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল; উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আল-আমিন আকন ও সদস্য সচিব মো. শাহিন হাওলাদার। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।


















