আ ন ম শহীদউদ্দিন ছোটন, বিশাল নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন

- আপডেট সময় : ১২:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

প্রতিনিধিঃ মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া, কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জালিয়াতি করে বড়ঘোপবাসীর ভোটাধিকার হরনের বিরুদ্ধে নির্বাচনী মামলা লড়াইয়ে আ ন ম শহীদউদ্দিন ছোটন। দীর্ঘ সাড়ে তিন বছর আইনী লড়াইয়ের পর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) আ ন ম শহীদউদ্দিন ছোটন কে বিশাল নাগরিক সম্ভার্ধনা দেওয়া হয়।চেয়ারম্যান কে এসম্ভার্ধনা দেওয়ার জন্য বড়ঘোপ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পুরুষের ভালোবাসায় সিদ্ধ হলেন আ ন ম শহীদউদ্দিন ছোটন। এসময় তিনি বক্তব্যে আশ্বস্ত করেন বড়ঘোপের সকল জনসাধারণ যদি ঐক্যবদ্ধ থাকেন তিনি আজীবন সবার পাশে থাকবে এবং একটি মহিলা মাদ্রাসা, সমিল, ফেরী ও দীর্ঘ স্থায়ী বেড়িবাঁধে আশ্বসও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুতুব শরীফ দরবারে প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহাজাদা এম এম মনিরুল মান্নান,
এসময় বক্তব্য রাখেন মাস্টার তালেব উল্লাহ মড়েল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম,আ ন ম শহীদউদ্দিন ছোটন এর সহধর্মিণী আ বঃ দিলরুবা তাহেরা, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি অ ব: আনিসুর রহমান, কুতুবদিয়া মড়েল হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ, বি অ ব: জহিরুল ইসলাম, সাবেক জাতীয় ফুটবল ও ভলিবল খেলোয়াড় বি অ ব : ইসমাইল কুতুবী বাবু,
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মাস্টার তালেব উল্লাহ মড়েল স্কুল এন্ড কলেজ শিক্ষক রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউনিয়নের সর্ব স্তরের হাজার হাজার জনসাধারণ।