মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:UCC ফেনী শাখা 'র ভার্সিটি চান্স প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফেনীর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি ফেনী শহরের ফেনী কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে
অনুষ্ঠানে বিশেষভাবে দুইজন শিক্ষার্থী ডাক্তারিতে চান্স পাওয়ায় সম্মানিত হন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত মোট ৭৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের পরিচালক ড. এমএ হালিম পাটোয়ারী।
ইউসিসি ফেনী শাখার পরিচালক লোকমান হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া শিপন, নওয়াব ফয়জুন নেছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বাবুল চন্দ্র শীল, কানকির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নেছার উদ্দিন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী এবং ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক আহমাদ।
আইসিটি বিভাগের প্রভাষক জাবিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.