আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

- আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা
আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে । গতকাল সোমবার সকাল ১১ ঘটিকার সময় ফুলশ্রী গ্রামের হেমায়েত ফকিরের স্ত্রী চার সন্তানের জননী নাজনিন বেগম (৩০) আগৈলঝাড়া বাইপাস মোড়ে নির্মাণাধীন টেকনিক্যাল কলেজের ভিতরে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চিৎকার দিলে পার্শ্ববর্তী দোকানে থাকা এনামুল ফকির গিয়ে উদ্ধার করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে আহত অবস্থায় নাজনিন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজনিন কে মৃত ঘোষণা করেন। স্থানীয় এলাকাবাসী আরো জানায় নাজনিন বেগমের এক ছেলে ও তিনজন কন্যা সন্তান রয়েছে । টেকনিক্যাল কলেজের দারোয়ান রমণীর পুত্র হৃদয় ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের তার বিভিন্ন জায়গায় রাখার কারণে এর আগেও দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী দারোয়ান হৃদয়ের বিচার দাবি করেন।