রূপগঞ্জে উপঃ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রচারণায় জনতার ঢল

- আপডেট সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

রিয়াজ মিয়া- রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।
আজ অদ্য ১৮/০৫/২০২৪ ইং তারিখে রোজ শনিবার গোয়ালপাড়া গ্রামে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কায় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ প্রচার চালিয়েছেন কর্মী সমর্থকরা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল মামুন। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ধারাবাহিক প্রচারে রূপগঞ্জে গোয়ালপাড়া গ্রামে বাড়ি বাড়ি ও হাটবাজারে স্থানীয়দের কাছে ভোট চান হাবিবুর রহমান হাবিবের কর্মীরা।
আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রচারণায় জনতার ঢল নেমে এসেছে। নির্বাচনী প্রচারণা আনন্দ উল্লাসে মিছিলে মিছিলে শত শত জনতা অংশ নেয়।
রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব, হাবিবুর রহমান হাবিবের পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল মামুন বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব ভাই নির্বাচিত হলে রূপগঞ্জ উপজেলায় মাদক,কিশোরগ্যাং,সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবে। আপনারা আগামী ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে হাবিবুর রহমান হাবিব ভাইকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
এলাকাবাসী বলেন, হাবিবুর রহমান হাবিব ভাই একজন সাদা মনের মানুষ। তার কোন তুলনা হয় না। আমরা জানি হাবিবুর রহমান হাবিব ভাই নারায়ণগঞ্জ ০১ আসন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় হাত দরে এই রূপগঞ্জ উপজেলাকে তিনি উন্নয়ন করবে এবং আমরা সবাই হাবিবুর রহমান হাবিব ভাইকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পড়ে জয়যুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।