উপজেলা পরিষদ নির্বাচনে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস চুয়াডাঙ্গা ও উপজেলা নির্বাচন অফিস আলমডাঙ্গার আয়োজনে আজ ১৫ মে ২০২৪ খ্রিঃ বেলা ১১টায় ভোট গ্রহণকারী (প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব মোতাওয়াক্কিল রহমান, জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গা; জনাব স্নিগ্ধা দাস, উপজেলা নির্বাহী অফিসার, আলমডাঙ্গা; জনাব শেখ গণি মিয়া, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।