জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান

- আপডেট সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল নোমান
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার দুপুরে তিনি কেশবপুরের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানের সঙ্গে ছিলেন, উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, সদস্য শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুনছুর আলী, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, গোলাম কিবরিয়া মনি, সিরাজুল ইসলাম, শহীদুজ্জামান শাহিন, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল আলিম, আমজাদ হোসেন, ওজিয়ার রহমান, আব্দুস সালাম, যুবলীগ নেতা তৌহিদুর রহমান, আব্দুল গফুর, ফারুক হোসেন, টিপু সুলতান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।