সংবাদ শিরোনাম :
জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা থেকে একজনও পাশ করেনি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষায় একজনও পাস করেনি। রোববার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসার ১১ জন ও সাধারণ বিভাগ থেকে ১০ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের পর দেখা যায়, প্রতিষ্ঠানের সবাই দাখিল পরীক্ষায় ফেল করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় ফল বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জানান, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।