নীলফামারীতে মীরগঞ্জ নিউ শিশু নিকেতন একাডেমির শতভাগ সাফল্য

- আপডেট সময় : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার নিউ শিশু নিকেতন একাডেমী এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষে শতভাগ সাফল্য অর্জন করেছে৷
রোববার (১২মে) দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফল প্রকাশ হলে এ তথ্য জানান স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন৷
জানা যায়, এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষে মীরগঞ্জ নিউ শিশু নিকেতন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৯ জন শিক্ষার্থী৷ এর মধ্যে ৫জন গোল্ডেনসহ ৯ জন শিক্ষার্থীই সাফল্যের যাথে উত্তীর্ণ হয়৷
মীরগঞ্জ নিউ শিশু নিকেতন একাডেমির প্রধান শিক্ষক ইমরান হোসেন জানান, আমরা বরাবরই চেষ্টা করছি গুনগত শিক্ষা দেয়া৷ আমরা আশা রাখি প্রত্যন্ত অঞ্চলের আমাদের এই বাচ্চারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে৷
জানতে চাইলে, মীরগঞ্জ নিউ শিশু নিকেতন এর পরিচালক কাজী মাহবুবুর রহমান জানান, বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার৷ আমরা বরাবরই এ সাফল্য অর্জন করে আসছি ইনশাল্লাহ আগামীতেও করব”৷