গাইবান্ধায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:
গাইবান্ধা পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (৩৫) নামে ১ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার
রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশি কালে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম দিনাজপুর জেলার খানসামা উপজেলার মাড়গাঁও (দক্ষিণ অংশ) গ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার এর নির্দেশনায় পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে
এসআই(নিঃ) মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মহেশপুর গ্রামের বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। এ সময় রংপুর-ঢাকাগামী “F.K LINE” যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৮৪৭) তল্লাশিকালে ১কেজি শুকনা গাঁজাসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে পলাশবাড়ী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় একটি মামলা ( নং ১৩/২৪) রুজু করা হয়।