দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ১ পুলিশ সদস্য নিহত আহত ১
																
								
							
                                - আপডেট সময় : ০৯:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
দিনাজপুরের দশমাইলে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ নিহত হয়েছেন। এ সময় আরেক এএসআই আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন। তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে মহাসড়কের নশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে পুলিশের এএসআই মমতাজ ও এএসআই আব্দুল জলিল নশিপুর এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মমতাজ নিহত হন। আহত হন অপর মোটরসাইকেল আরোহী এএসআই আব্দুল জলিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এই দুই পুলিশ কর্মকর্তা শহরের পুলহাট ফাঁড়িতে তারা কর্মরত ছিলেন
																			
										



















