ছোট ভাইকে কুপিয়ে মারলো কসাই বড় ভাই

- আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

খুলনা দৌলতপুর প্রতিনিধি
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আজিবর রহমানকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন কসাই বড় ভাই আফসার আলী। সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আজিবর পেশায় বরখাস্তকৃত র্যাব সদস্য বলে জানিয়েছে পুলিশ সুপার।
এর আগে শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে আজিবর রহমান সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে।
পুলিশ সুপার (এসপি) মতিউর রহমান সিদ্দিকী জানান, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান গরুর মাংসের ব্যবসা করতেন। তারা এক সঙ্গে ব্যবসাও করতেন। তবে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধও ছিল। গত শুক্রবার রাত ৯টার দিকে জমি বিরোধ ও ব্যবসার টাকা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আজিবর রহমানকে কুপিয়ে জখম করেন। পরে আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
তিনি আরও জানান, শুক্রবার রাতের ঘটনায় আফসার আলীর নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে হিসেবে রেকর্ড করা হবে। আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।