উপজেলা নির্বাচনে ভোটের মাঠে আ.লীগেরই ১০ প্রার্থী

- আপডেট সময় : ১২:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৮ মে বুধবার ঝিনাইদহের দুইটি উপজেলায় সরকার সমর্থক ছাড়া বিরোধী শিবিরের কোন প্রার্থী নেই। বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের জোটভুক্ত কোন শরীক দলও এই নির্বাচনে প্রার্থী দেয়নি। ফলে নির্বাচন হয়ে উঠছে নিরুত্তাপ।
তাছাড়া ব্যাক্তিত্ব সম্পন্ন কোন রাজনৈতিক নেতা এই নির্বাচনে প্রার্থী না হওয়ায় “যোগ্য প্রার্থী” সংকট দেখছেন ভোটাররা। শহর বা হাটে বাজারে প্রার্থীদের সরব উপস্থিতি ছিল না। ঢিলেঢালা প্রচারণার মধ্যেই আগামীকাল বুধবার ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে।
তিনি দাবী করেন।
ঝিনাইদহ সদর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম ছরওয়ার খাঁন সউদ বলেন, সরকারের শরীকরা কেন নির্বাচনে প্রার্থী দেননি তা আমার জানা নেই। তবে সামাজিক ও রাজনৈতিক অবস্থানের কারণে হয়তো তারা প্রার্থী দেয়নি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে লড়াইটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতো। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও আ.লীগের এই প্রাবীন নেতা দাবী করেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু জানান, নির্বাচন তো উন্মুক্ত, যে কেউ দাড়াতে পারে। বিরোধী বা সরকারের শরীক দল কেন এই নির্বাচনে আসেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
উপজেলা নির্বাচন নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এম মজিদ বলেন, এই সরকারের আমলে সব ভোটের কদর কমে গেছে। ভোটাররা মাঠে যায় না। একতরফা ডামি নির্বাচন হয়। বলা যায় মানুষের কল্যান তো নয়ই, দেশের গনতন্ত্র ও অর্থনীতি ক্ষতিগ্রস্থ করাই সরকারের মুখ্য উদ্দেশ্য। তাই বুধবারের নির্বাচনেও ভোট সেন্টারে কেউ যাবে না বলে তার ধারণা।