নীলফামারীতে উপকারভোগী শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০২:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ নাহিন, নীলফামারী: নীলফামারীতে শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নীলফামারী এপি।
এরই ধারাবাহিকতায় ৫শতাধিক উপকারভোগী শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা মিলোনায়তনে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি’র প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, জছিজুল মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নীলফামারী এপি’র এরিয়া কো-অর্ডিনেশন এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
প্রসঙ্গত: জেলা সদরের প্রায় ৩ হাজার শিশুদেরকে এসব উপহারের আওতায় আনা হয়েছে। বার্ষিক উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সঙ্গে ছবি আছে
07/5/2024
ক্যাপশন: ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করছেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।