সংবাদ শিরোনাম :
রাজাপুরে কৃষি অফিসের আয়োজনে মাঠ পরিদর্শন

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ০৫/০৫ ২০২৪ ইং আজ রবিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসার, জনাব শাহিদা শারমিন আফরোজার নেতৃত্বে রাজাপুর সদর ব্লকের মাঠের বিভিন্ন ফসল পরিদর্শন করেন এবং পরিপক্ব ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়ে থাকেন।মাঠের বিভিন্ন জাতের ফসলের ক্ষেত হিসেবে ছিল: তেল ফসলের সূর্যমুখী হাইসান ৩৩, ভুট্টা কোহিনুর, বারি তিল ৪, এছাড়া প্রনোদনার মুগ, সয়াবিন। ও ঢেঁড়স, মরিচ,বাদাম, আউশের বীজ তলা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ,এনি আক্তার ,আশিষ চৌধুরী,ও পল্লব মজুমদার।