কালিয়াকৈরে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি :
উদ্যোগ – প্রচেষ্টা – বাস্তবায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় “শিক্ষার আলো” এর উদ্যোগে, হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে “কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ” চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ ই মে) সকালে “শিক্ষার আলো” সংগঠনের আয়োজনে কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ‘শিক্ষার আলো’ “কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার” চূড়ান্ত পর্ব ও পুরস্কার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বখতিয়ার। উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা।
প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন : উস্তাজুল হুফফাজ হাফেজ মাহফুজুল হক (হাফি.), প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসায়ে লাওহে মাহফুজ, মধুপুর, টাংগাইল। অন্যান্য বিচারক : আন্তর্জাতিক হাফেজ ক্বারী মোফাজ্জল হোসাইন (হাফি.) সাবেক ইমাম, দোহা, কাতার, প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুয যিকরিল হাকীম,ঢাকা।
মুফতি আবু তালহা সাজিদ (হাফি.) লেখক ও অনুবাদক, সমকালীন প্রকাশন ও মাকতাবাতুল হাসান মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া, ধনবাড়ি।
এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি এমদাদুল হক। উপস্থিত ছিলেন শিক্ষক ও বক্তা – উদ্যোক্তা ফয়েজুল্লাহ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম মুহাম্মদ।
এর আগে ১৪ টি মাদ্রাসার ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তাদের মধ্যে বিভিন্ন ধাপ শেষ করে ১৫ জন চূড়ান্ত পড়বে অংশগ্রহণ করতে পারে। শনিবার সকালে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন, প্রথম স্থান : মোহাম্মদ জুনায়েদ আহম্মেদ
মাদ্রাসা:দারুল উলুম রশিদিয়া হফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় স্থান: মোহাম্মদ মাহাবুবুর রহমান
মাদ্রাসা: চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসা
তৃতীয় স্থান: মোহাম্মদ ওমর ফারুক
মাদ্রাসা: আহাম্মদ আলী দারুল কুরআন মাদ্রাসা