উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মন্ত্রীর ভাতিজা

- আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
আসন্ন উপজেলা নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২১মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাহেবের ভাতিজা মুরাদ কবির। গতকাল ৩ মে শুক্রবার সকালে উপজেলার সফিপুর তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি উপজেলা পরিষদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন। এই তিনজনই উপজেলা আওয়ামীলীগ নেতা। এ তিনজন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সেলিম আজাদ।
গত বৃহস্পতিবার ২ মে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তন্মধ্যে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাহেবের ভাতিজা কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির কাপ পিরিচ প্রতীক, কামাল উদ্দিন সিকদার (আনারস) প্রতীক, সেলিম আজাদ পেয়েছেন ( মোটরসাইকেল) প্রতীক। প্রতীক পেয়েই প্রার্থীর সমর্থকেরা কালিয়াকৈর সফিপুরে ব্যাপক শোডাউন করেন। এবং বৃহস্পতিবার রাত থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
গতকাল ৩ মে শুক্রবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কোন চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুরাদ কবির বলেন, যেহেতু দলীয় সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের কোন সংসদ সদস্যের আত্মীয়-স্বজন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই দলীয় সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে আমি আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।
উল্লেখ্য কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে ৭জন ভাইস চেয়ারম্যান ও ৫জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।