কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ মে

- আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:-
“হৃদয়ের টানে ফিরে আসি বারবার ” এই স্লোগানকে সামনে রেখে আগামী ৩১ মে শুক্রবার বিকেল ৩ টায় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ঢাকার মানিক মিয়া এভিনিউ, সেচ ভবনে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে অনলাইনে ও অব লাইনে চালানো হচ্ছে জোর প্রচার প্রচারণা। চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম।
ফি নির্ধারণ করা হয়েছে জন প্রতি ৬০০/-( ছয়শত) টাকা। অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে বলে তাদের ফেইসবুক পেজে জানানো হয়েছে। আগামী ২৮ মে রেজিস্ট্রেশনের শেষ তারিখ বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও সাধারণ সভায় অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন। ইতোমধ্যে অনুষ্ঠানস্হলের অনুমতিও নেয়া হয়েছে।
এখানে উল্লেখ্য, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি হচ্ছে বাংলাদেশ সরকারের একটি নিবন্ধিত সংগঠন।
অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর বিভিন্ন কার্যক্রমের উপর লেখা, কার্যনির্বাহী কমিটি, সাধারণ ও আজীবন সদস্যগণের ছবি সংবলিত একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। সেই সাথে সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণ থাকবে বলে ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরো বিস্তারিত জানতে ‘কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি’ র ফেইসবুক পেজ ফলো করার আহবান জানানো হয়েছে।