পাঁচবিবিতে অপহরণের দুইদিন পর কিশোর উদ্ধার

- আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ভোটের ফলাফল জানতে গিয়ে আরিফ হোসেন নামের এক কিশোর অপহরণ হয় গত ২৮ এপ্রিল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৫ নাম্বার আটাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনের ফলাফল জানতে আটাপুর ইউনিয়নের দিবাকরপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে যাই আরিফ হোসেন সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যাই অপহরণকারী দল আরিফ বাসায় ফিরতে দেরি হলে তার ফোনে রিং দেয় তার বাবা ফোন রিসিভ করেন অপরিচিত একজন সে বলে আপনার ছেলে আমাদের কাছে জিম্মি তাকে পেতে হলে ১০ লক্ষ টাকা মুক্তি পণ দিতে হবে আরিফ কথা বললে বুঝা যায় তার হাত-পা বাধা আছে এবং মুখে টেপ মারা আছে তারা তাকে নির্যাতন করছে ২৯ এপ্রিল আরিফের বাবা পাঁচবিবি থানায় ও সিপিসি -৩ জয়পুরহাট র্যাপিড একশন ব্যাটেলিয়ান RAB ক্যাম্পে ছেলে অপহরনের অভিযোগ দিলে জয়পুরহাট সিপিসি -৩ একটি চৌকস দল ২৯ এপ্রিল সোমবার রাত 9 টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ভেড়ার চড়া নামক স্থান থেকে অপহরণকৃত আরিফকে উদ্ধার করেন সেই সাথে তিনজন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতার কি তারা হলেন পাঁচবিবি উপজেলার গুনাই মাগুরা গ্রামের আবুল কালাম এর ছেলে অপহরণের মূল হোতা
(১) উসমান গনি(২২)
একই গ্রামের অলিউল হাসানের ছেলে
(২) ফয়সাল (১৭)
আব্দুর রহিমের ছেলে
(৩) আশিক ইকবাল (২৭)এছাড়াও এই মামলায় আরো তিনজন রয়েছেন তারা হলেন
(১) মেহেদী হাসান (২২)
(২) মিজানুর রহমান (২২)
(৩) সোহান মিয়া (২২)
৩০ এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে RAB জানাই অপহরণকৃত আরিফ গত ২৮ এপ্রিল দিবাকরপুর স্কুল মাঠে এর ফলাফল জানার জন্য গেলে অপহরকারী দল তাকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন এমন অভিযোগের ভিত্তিতে আমরা অপারেশান চালিয়ে আরিফকে উদ্ধার করি সেই সাথে তিনজন অপহরণকারী কে গ্রেপ্তার করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে অতি দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে
আরিফের বাবা লেকে পেয়ে মহা খুশি এবং আরিফ জানায় আমি আমার নতুন জীবন পেলাম গ্রামবাসীর দাবি অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক