সংবাদ শিরোনাম :
যশোরে স্ট্রোকে স্কুল শিক্ষকের মৃত্যু
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

মো:আরিফুল ইসলাম
যশোর প্রতিনিধি।
যশোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে আহসান হাবিব (৩৫) নামে একজন শিক্ষক মারা গেছেন। তিনি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষক এজেডএম মাসুদ পারভেজ জানান, সকালে মাঠে ধান কাটতে যান শিক্ষক আহসান হাবিব। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
যদিও কেউ কেউ এটিকে হিটস্ট্রোকে মারা গেছেন বলে প্রচার করছে। তবে, চিকিৎসকরা এটিকে নরমাল স্ট্রোক বলে দাবি করেছেন। মৃত আহসান হাবিব যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।


























