সংবাদ শিরোনাম :  
                            
                            কিশোরগঞ্জের ইটনা জয়সিদ্ধির ভয়রা গ্রামে ভাতিজার কুদালের আঘাতে আপন চাচা খুন
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ১১:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
ভাতিজার শরীফ মিয়ার কুদালের আঘাতে আপন চাচা ফজলু মিয়া খুন। জয়সিদ্ধি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভয়রা গ্রামের বজলু মিয়া, পিতা মৃতঃ জলিল মিয়া।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগরা হলে এক পর্যায়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটাস্থলে গুরুতর আহত হয়।
সাথে সাথেই হাসপাতালে চিকিৎসা করা হয়,দীর্ঘদিন চিকিৎসা দীন অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ২৭/৪/২০২৪রোজ শনিবার সন্ধ্যা ৭টার সময় ইন্তেকাল করেন। এই ব্যাপারে জখমির বজলু মিয়ার স্ত্রী বাদী হয়ে ইটনা থানায় ৭জনকে আসামি করে মামলার দরখাস্ত করেন।
																			
										

























