কৈশোর কর্মসূচির আওতায় এসকেএস ফাউন্ডেশন উপজেলা পর্যায়ে কিশোরদের ফুটবল ও সাঁতার প্রতিযোগিতার অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
কৈশোর কর্মসূচির আওতায় এসকেএস ফাউন্ডেশন উপজেলা পর্যায়ে কিশোরদের ফুটবল ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ২০২৪, গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে বোয়ালী ইউনিয়ন কিশোর ক্লাব ও গাইবান্ধা সদর কিশোর ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালী ইউনিয়ন কিশোর ক্লাব গাইবান্ধা সদর কিশোর ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
একই সময়ে স্টেডিয়াম পুকুরে উভয় ক্লাবের কিশোরদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি গোলাম মারুফ মনা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক, মো. আব্দুর রউফ মিয়া ও বিশিষ্ট সমাজসেবক মো. সাইফুল ইসলাম হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী-ফিল্ড অপারেশন বাহারাম খানসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিভিন্ন কিশোর ক্লাবের সদস্য ও স্থানীয় জনসাধারণ খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।