গাইবান্ধা পৌরসভা ২নং সংরক্ষিত কাউন্সিলর ও ৯নং খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শুন্য পদে উপ-নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিয়োজিত ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
অদ্য ২৭/০৪/২০২৪ খ্রি. তারিখ গাইবান্ধা পুলিশ লাইন্সের ড্রিলসেডে গাইবান্ধা পৌরসভা ২নং সংরক্ষিত কাউন্সিলর ও ৯নং খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শুন্য পদে উপ-নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে উপস্থিত থেকে ফোর্সদের ব্রিফিং করেন মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত। উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিং এ অংশগ্রহণকৃত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, গাইবান্ধা কর্তৃক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধাসহ নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স ।