চাঁদা না দেয়ায় সিরাজগঞ্জের সলংগায় সিএনজি চালানো বন্ধ করে দিয়েছে বাবলু আকন্দ

- আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুইয়াগাঁতী সিএনজি ষ্ট্যান্ডে রহমান নামের এক সিএনজি চালকের নিকট চাঁদা দাবি করেন, চাঁদা না দেয়ার অপরাধে সিএনজির সিরিয়াল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
ঘটনাটি ঘটেছে ২৪শে এপ্রিল বুধবার সকাল ৯টার সময় ভুক্তভোগি আঃ রহমান জানান প্রতিদিনেরর ন্যায় সিএনজিটি নিয়ে ভুইয়াগাঁতী সিএনজি ষ্ট্যান্ডে এসে সিএনজির সিরিয়াল দিতে চেইন মাষ্টার কে বলে কিন্ত সিরিয়াল না দিয়ে স্বঘোষিত সভাপতি বাবলু আকন্দ, দরাব আলী হাবিবুর কে ডেকে নিয়ে আসে তাঁরা এসে আঃ রহমান কে বলে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা ও মাসে ৩ শত টাকা চাঁদা দিতে হবে আঃ রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তাঁর সিএনজি টি বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী আঃ রহমান পরিবার পরিজন নিয়ে না খেয়ে রয়েছে। কয়েকটি সিএনজি চালকরা জানান মহাসড়ক থেকে চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হকের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পরে আঃ রহমান বাদী হয়ে সলংগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।