সংবাদ শিরোনাম :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই নামাজ আদায় করা হয়।
অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। তখন আল্লাহর কাছে এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।


























