রংপুর নগরীর ময়নাকুঠি হরিরাম মল গ্রামে ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করেন শাশুড়ি

- আপডেট সময় : ০৪:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি,রংপুরঃ
রংপুর নগরীর হারাগাছ মেট্রোপলিটন থানার ময়না কুটির হরিরাম মন গ্রামে গত১৫। ৪। ২০২৪ ইং রোজ সোমবার সময় আনুমানিক রাত ৮ঃ০০ ঘটিকায় মোঃআব্দুর রাজ্জাকের স্ত্রী মারুফা বেগমের সাথে তার শাশুড়ি মোছাঃ আলেয়া বেগম এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফা বেগমের শাশুড়ি পাশে থাকা বাসের লাঠি দ্বারা আঘাত করে,এবং পরে তার শাশুড়ি পাশের বাড়ির আদুরি বেগমকে মারতে বললে আদুরী বেগম ও তার তিন ছেলে মাইদুল ইসলাম,রতন মিয়া, আশিক মিয়া, ও রশিদা বেগম, মারুফা বেগমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট করেন। মারুফা বেগম কোনরকমে জীবন নিয়ে বাবার বাড়ি বুড়ির হাটে পালিয়ে এসে অচেতন হয়ে পরলে বাড়ির লোকজন মারুফা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা মেনে নি মারুফা বেগমের।পরের দিনেই তার নাম কেটে ছেড়ে দেয় প্রভাবশালীদের দাপটে।
পরে মেয়ের অবস্থার অবনতি দেখে মারুফা বেগমের বাবা মোঃ মাসুম আলী বুড়িরহাটে গ্রাম্য ডাক্তার দ্বারা এখনো চিকিৎসা করাচ্ছেন।
এ ব্যাপারে মারুফা বেগমের সাথে কথা হলে তিনি জানান যে, প্রত্যক্ষদর্শী লিটন মিয়া,খালিদ হোসেন,মঞ্জু মিয়া ময়নাকুটি,হরি রাম মল।এদের সামনেই আমাকে প্রাণে মারার চেষ্টা করে।
তাই আমি নিরুপায় হয়ে আমার সংসার ও আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে হারাগাছ মেট্রোপলিটন থানায় এসে ১৮-০৪-২০২৪ ইং তারিখে অভিযোগ দায়ের করি। মারুফা বেগম আরো বলেন যে, আমি সাংবাদিক ভাইদের কলমের লেখনীর মাধ্যমে প্রশাসনের সু -দৃষ্টি কামনা করছি।।