সংবাদ শিরোনাম :
ছেঁড়া নোট না নেওয়ায় ছুরিকাঘাতে দোকানি ছেলের মৃত্যু

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান ক্রাইম রিপোর্টার যশোর :-
ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে সিগারেট কিনে টাকা দেওয়ার সময় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকান মালিক ও ছেলেকে ছুরিকাঘাত করেন ক্রেতা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বাবাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করা হয়।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া নোট দেওয়া নিয়ে বাগ বিতর্কের এক পর্যায়ে হত্যার ঘটনা ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে এখনো পাওয়া যায়নি।