সংবাদ শিরোনাম :
বালুর ট্রাকে মিলল ভারতীয় মদ

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

মুসফিকুর রহমান কাজল, ক্রাইম রিপোর্টার, ঝিনাইদহ:-
নেত্রকোনার দুর্গাপুরে বালুর ট্রাকে করে পাচারকালে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ফুরকান মিয়াকে (২১) আটক করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালি ব্রিজের কাছ থেকে মদ উদ্ধারসহ চালককে আটক করে দুর্গাপুর থানার পুলিশ।আটক হওয়া ফুরকান উপজেলার কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে একটি ড্রাম ট্রাক দুর্গাপুরের পৌর এলাকায় বালুর ঘাটের দিকে যাচ্ছিল বালু তুলতে। গোপন খবরে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় ট্রাকে থাকা বস্তায় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৮৮ বোতল মদ উদ্ধার করা হয়। ট্রাক চালক ফুরকান মিয়াকেও আটক করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।