তীব্র তাপদাহে ক্লাস করায় বিপাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটারঃ
সূর্যের কড়া তাপদাহে জনজীবন ব্যহত হয়ে পরেছে। তীব্র গরমে ঘড়ের বাহিরে যাওয়াও যেন এক চ্যালেঞ্জ। এই অসহনীয় গরমের মধ্যে ক্লাস করায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিপাকে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, প্রচন্ড গরমে ক্লাস করায় আমরা খুবেই বিপত্তিকর অবস্থায় পরেছি। আমরা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি। অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে গেলেও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কিছু বলে নি।
ফাহিম নামের এক শিক্ষার্থী বলেন, গরমে খুবেই কষ্টে ক্লাস করছি। অনেক সময় বিদ্যুৎ থাকে না আবার এসিরও কোন ব্যবস্হা নাই। আমরা অস্বস্তি বোধ করছি।
তীব্র গরমের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ বা অনলাইন ক্লাস হবে কি না এ ব্যাপারে জানতে চাইলে এখন পর্যন্ত কিছু জানায় নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এদিকে ইদের ছুটির পরেও তীব্র গরমে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।