সংবাদ শিরোনাম :
পুর্বেও আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ সাদ্দাম ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ীর বাগডোকরা গ্রামে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের রেলঘুন্টির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ঐ এলাকার আবু হানিফ মিয়ার ছেলে।
বাগডোকরা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানান, ওই যুবক বেকার ছিলেন। পাশাপাশি মানসিক সমস্যাও ছিলো। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক খুলনাগামী সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। নিহত পরিবারের অভিযোগ না থাকায়। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।