সাতক্ষীরা রেঞ্জে সুন্দর বনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত

- আপডেট সময় : ০৪:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

জিএম আব্বাস উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে মধু আহরনের সময় বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।
বাঘের আক্রমণের শিকার ওই মৌয়ালের নাম গাজী মনিরুজ্জামান বাচ্চু। সে শ্যামনগরের ডুমুরিয়া ইউনিয়নের আবুল কাশেম গাজীর ছেলে।
মৃত মৌয়ালের শ্যালক আশিকুর রহমান জানান, কিছুদিন আগে বনবিভাগ থেকে পাশ নিয়ে মধু কাটতে যান সুন্দরবনে তার দুলাভাই মনিরুজ্জামান। আজ ২০ এপ্রিল রোজ শনিবার ভোরে গাবুরা অপজিটে গভীর জঙ্গলের ভিতরে মধুর সন্ধানে ঘুরতে থাকে খাল পিছন দিক থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে। এসময় তার সাথে থাকা মৌয়ালরাও লাঠিসোটা নিয়ে বাঘের মুখ থেকে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে তিনি মারা যান। পরে বাঘটি তাকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী খবরটি নিশ্চিত করে জানান, মৌয়ালদের কাছ থেকে সংবাদ পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনা স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।