আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৪৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

সোহেল রানা আগৈলঝাড়া প্রতিনিধি:-
প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪, ১৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উদ্ধোধন, পুরস্কার বিতরণী ও সুকান্ত আব্দুল্লাহ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগীতায় আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়ন করে। অনুষ্ঠানে ৪০টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ২১টি ও বিশেষ ক্যাটাগরিতে ১টি মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সার্বিক তত্ত্বাবধানে ডাঃ মোঃ সাইদুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , সঞ্চালনায় ডাঃ রাফিউল আলম নাঈম ( Leo) , মোঃ মনির হোসেন ( lsp) সহ অনেকে।