রাউজান পৌরসভায় কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ফজলে করিম চৌধুরী
- আপডেট সময় : ০৪:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভায় কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ফজলে করিম চৌধুরী
রাউজান উপজেলায় ‘সাইনো কারাতে দো একাডেমি’র উদ্যোগে রাউজান পৌরসভার প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন উপলক্ষে প্রশিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।
পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহসানুল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
প্রশিক্ষণ প্রদান করেন সাইনো কারাতে-দো একাডেমী’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ নাসির উদ্দিন তারেক, ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান, বাংলাদেশ কারাতে ফেডারেশন, ৩য় ড্যান জাপান কারাতে এসোসিয়েশন, ইউনিসেফ কারাতে কোচ চট্টগ্রাম উত্তর জেলা।


























