সংবাদ শিরোনাম :  
                            
                            ত্রিশালে মাদক ব্যবসায়ীর বাড়ীঘর ভাঙচুর করে গাছ রুপন করে দিয়েছে এলাকাবাসী
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
গতকাল বুধবার ত্রিশাল উপজেলার ত্রিশাল  ইউনিয়ন কোনাবাড়ী চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হানিফের বাড়ীঘর ভেঙ্গে দিয়ে গাছ রুপন করে দিয়েছে পল্টন মেম্বার অনুসারী এলাকাবাসী। ত্রিশালের যুব সমাজকে ইয়াবা,গাজা,হেরোইন থেকে বাঁচাতে কোনাবাড়ী মেম্বার পল্টনের নেতৃত্বে এলাকাবাসী একত্রীত হয়ে প্রতিবাদ করে মাদক ব্যবসায়ী হানিফের বাড়ীঘর ভাংচুর করে এলাকা থেকে বিতারিত করে দিয়েছে।
এলাকাবাসী জানান, হানিফের মাদকের ব্যবসার কারণে এলাকার কিশোর থেকে যুবক সকল ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, শুধু হানিফের কারণে এলাকার ২০০ থেকে ৩০০ ছেলে নষ্ট হয়ে গেছে। ত্রিশাল থানায় হানিফের নামে একাধিক মাদকের মামলা হয়েছে।
																			
										

























