“হোমনায়, ছেলের হাতে মায়ের খুন
																
								
							
                                - আপডেট সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
অদ্য ১৭-০৪-২০২৪ ইং বুধবার আনুমানিক ভোর পাঁচটা নাগাদ  আপন ছেলে আবুল হোসেন (৪৭) এর হাতে খুন হয় বৃদ্ধ মা রায়জনের নেছা(৭৫)। ঘটনাটি ঘটে কুমিল্লাজেলার হোমনা থানাধীন নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামে। মা রায়জনের নেছা ছওয়ামী রোজা রাখর উদ্দেশ্যে ভোরে সেহারী খেতে প্রস্তুতি নিতে গিয়ে ছেলে আবুল হোসেনকে ডাকতে গেলে,  আবুল হোসেন  বিরক্ত হয়ে মায়ের উপর হামলা করে এলোপাথারী মারধর আরম্ভ করে। মায়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা দৌরে এসেও বাচাতে পারেনি অভাগা বৃদ্ধ জননীকে। প্রতিবেশীরা এসে দেখে ঘাতক ছেলের হাতে মায়ের ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। তৎখনাৎ  প্রতিবেশীরা ঘাতক আবুল হোসেনকে পাকড়াঁও করে স্থানীয় মেম্বার আনোয়ার হোসেনকে খবর দিলে তিনি ঘটনাত্থলে এসে, চেয়াম্যান খন্দকার জালাল উদ্দীনকে অবহিত করলে তিনি হোমনা অফিসার ইনচার্জকে তৎখনাৎ অবহিত করেন।
খবর পাওয়া মাত্র  তিনি পুলিশ পাঠিয়ে ঘাতক আবুল হোসেনকে থানা হাজতে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য  কুমিল্লা পাঠাতে লাশটিও থানা হাজতে নিয়ে আসে।
মেম্বার আনোয়ার হোসেন ও স্থানীয়দের ভাষ্যমতে ঘাতক আবুল হোসেন সৌদীতে প্রবাস থাকাকলীন খুনের দায়ে দীর্ঘ ৮(আট) বছর জেল খেটে দেশে ফেরৎ এসে মানসিক ভাবে বিপর্যস্থ্য হয়ে পরে। সে একজন অপ্রকৃতস্থ মানুষিক রোগী বলেই এমন ঘটনা ঘটিয়েছ।
																			
										


















