বেড়াতে এসে তরুণ সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ

- আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে আসা আবির হাসান (২০) নামের এক তরুণ সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে তিনি নিখোঁজ হন। আবির গাজীপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন আবির। আজ রোববার দুপুরে বন্ধু দের সাথে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।’
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।
ঘটনাস্থলে উৎসুক জনতার
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে ময়মনসিংহে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।